lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-07T06:25:24Z
শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে এনজিও ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Advertisement


 

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

সমাজের প্রতিবন্ধী, অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর শীতার্ত মানুষের মাঝে চাঁপাইনবাবগঞ্জে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে জেলা শহরের আরামবাগ এলাকায় প্রায় ৫ শতাধিক শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র তুলে দেয়া হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ, ব্রাক ও আশার যৌথ সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আয়োজন করে এনজিও ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র তুলে দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এসময় আরও উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা আরএসডিএফ’র নির্বাহী পরিচালক ও এনজিও ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম খান বাবু, ব্র্যাকের জেলা প্রতিনিধি মমেনা খাতুন, সেবা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুল মালেক, ব্যুরো বাংলাদেশের এলাকা ব্যবস্থাপক আরিফুজ্জামান তালুকদার, আলোর নীড়ের সিনিয়র ব্যবস্থাপক রাইহানুল হক, চেতনা মানবিক উন্নয়ন সংস্থার এরিয়া ম্যানেজার মো. এনামুল হল নাসিমসহ অন্যান্যরা।