Advertisement
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ৭ বছর পর দেশে ফিরলেন সংযুক্ত আরব আমিরাত আজমান স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ জাফর আলম মুন্না।
১৮ই জানুয়ারি (শনিবার) সকাল ১২টার সময় কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করলে মহেশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড নছর উল্লাহ ও সদস্য সচিব আব্দু সমাদসহ ৩ ইউনিয়ন ৩ ওয়ার্ডের নেতা কর্মীরা ফুলেল শুভেচ্ছা বিনিময় দিয়ে অভ্যর্থনা জানান।
এই অভ্যর্থনা ৩ ইউনিয়নের যারা উপস্থিত ছিলেন-ছোট মহেশখালী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ ওসমান গণি, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহাজান, বড় মহেশখালী ইউনিয়নয়ের সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রফিক, কুতুবজুম ইউনিয়নের সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ সেলিম, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবচার হায়দায় মুন্নাসহ আরো শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরব আমিরাত থেকে দেশে ফিরে দুপুর ১টার সময় বিমানবন্দরে জাফর আলম মুন্না সবাইকে নিয়ে তার গ্রামের উখিয়ার উপজেলার খুনিয়াপালং ৭নং গোয়ালিয়া পালং প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুলের মালা দিয়ে থাকে সংবর্ধনা জানানো হয়।
এতে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলার বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য (উখিয়া-টেকনাফ) জনাব এডভোকেট শাহাজান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট মোহাম্মদ ইউনুস, কক্সবাজার তাঁতী দলের সদস্য সচিব ডাঃ নাছির উদ্দীন চৌধরী, হলদিয়াপালং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সদস্য সচিব আব্দুল গফুর চৌধুরী, খুনিয়া পালং ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শাহেদুজ্জামান, হলদিয়াপালং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এম শামসুল হক বাবুল, খুনিয়া পালং ইউনিয়ন বিএনপির সভাপতি এস.এম ফরিদ আলমসহ শত শত নেতাকর্মী মোহাম্মদ জাফর আলম মুন্নাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
জেলার বিএনপির সভাপতি এডভোকেট শাহাজান চৌধুরী বলেন,দীর্ঘ ৭ বছর পর দেশে ফিরলেন দেশ ও দেশের জনগণ এবং গণতন্ত্রের পক্ষে কথা বলার কারণে আওয়ামী লীগ স্বৈরাচার সরকার দেশের ছাত্র সমাজের উপর নির্যাতন-নিপীড়নের মাত্রা বাড়িয়ে দেয়। আজকে ভোট চোর ও টাকা লুটেরা সরকার এবং শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। শেখ হাসিনা যখনই আমেরিকা গিয়েছে তখন বিভিন্ন বিমানবন্দর থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত সব জায়গায় তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ সভা-সমাবেশ করা হয়েছে। এ কারণেই শেখ হাসিনা আাজ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এই দেশ এখন স্বাধীন গণঅভ্যুত্থান হয়েছে। তিনি জাফর আলম মুন্নার প্রতি আহবান জানান যেন সবাই এক সাথে থেকে দলের জন্য কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে।
কক্সবাজার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট মোহাম্মদ ইউনুস তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি বিদেশে থেকে বাংলাদেশের জনগণকে স্বাধীনতাবিরোধী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদেরকে স্বাদুবান জানান্। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং জনগণ ঐক্যবদ্ধ ছিল বলেই এই বিপ্লব সফল হয়েছে।
মোহাম্মদ জাফর আলম মুন্না আরো বলেন, দেশ ও দেশের জনগণ এবং গণতন্ত্রের পক্ষে কথা বলার কারণে আওয়ামী লীগ স্বৈরাচার সরকার তার ওপর নির্যাতন-নিপীড়নের মাত্রা বাড়িয়ে দেয়। পরে তিনি দেশে আসা বন্ধ করে দেন। আজকে ভোট চোর ও টাকা লুটেরা সরকার এবং শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। শেখ হাসিনা যখনই আমেরিকা গিয়েছে তখনই বিমানবন্দর থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত সব জায়গায় তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ সভা-সমাবেশ করেছি। এ কারণেই শেখ হাসিনা ব্যক্তিগতভাবে আমার নামে বিমানবন্দরে নিষেধাজ্ঞা দেন, আমি যাতে বাংলাদেশে না আসতে পারি।
তিনি আরও বলেন, শেখ হাসিনার স্বৈরাচার সরকার মিথ্যা মামলা দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারে রেখেছিল। মিথ্যা মামলা দিয়ে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও নির্বাসনে পাঠিয়েছে। এ ছাড়াও লাখ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে গুম-খুন করেছে। আমি বলবো- আওয়ামী স্বৈরাচার দেশ থেকে পালিয়েছে। যতদিন না তাদের বিচার হবে ততদিন পর্যন্ত দেশের মাটিতে তাদের ঠাঁই হবে না।
পরিশেষে জাফর আলম মুন্না দীর্ঘদিন পর দেশে ফিরে আপ্লুত হয়ে, খুনিয়াপালং ৭নং গোয়ালিয়া পালং প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দরিদ্র জনসাধারণের মাঝে শীসবস্র (কম্বল) বিতরণ করেন। পরে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মী ও জনসাধারণদের সাথে নিয়ে খাওয়া-দাওয়ার আয়োজন করেন।