lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-30T17:07:38Z
আইন শৃঙ্খলা

মহেশখালীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Advertisement


 


নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি।

কক্সবাজার জেলার মহেশখালীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।


৩০ শে জানুয়ারি-২৫ ইং (বৃহস্পতিবার) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্যাহ। 


এতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাহফুজুল হক, উপজেলা নির্বাচন অফিসার বাবু বিমেলেন্দু কিশোর পাল, নৌ কন্টিজেন অফিসার, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার হামিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদেকুর রহমান, বন কর্মকর্তা, প্রেসক্লাব প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


উল্লেখ্য সভায়- প্যারাবন কেটে চিংড়ি ঘের নির্মাণ দ্রুত বন্ধ করা, ঘাটের দুর্ভোগ নিরসনের দ্রুত বিকল্প ব্যবস্থা, ধলঘাটা কুতুবজোমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মহেশখালী হাসপাতালের সামনে অবৈধ দখলদারী দোকান উচ্ছেদ, হনুমান বানর পাচার রোধ, ভোটার হওয়ার সমস্যা নিরসনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সমাধানের ব্যবস্থা গ্রণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।