Advertisement
আশরাফুল ইসলাম, গাইবান্ধা ::
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
১২ জানুয়ারী রবিবার দুপুর ১২টায় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ৫ শতাধিক নারী-পুরুষ ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন - চেয়ারম্যানের স্ত্রী মনোয়ারা বেগম,বাল্য মসজিদের ইমাম কামরুল ইসলাম,আলতাফ হোসেন, বুমবু ,ইউপি সদস্য ওবাইদুর রহমান,ইউপি সদস্য আবুবক্কর, শাহনাজ বেগমসহ অন্যান্যরা।
বক্তারা অবিলম্বে চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য,গত ৩ জানুয়ারি (শুক্রবার) রাত ১১টার দিকে চেয়ারম্যানের লোকজন আদিবাসী ফিলোমিনা হাজদার বাড়িতে আগুন দেয় এবং তাকে মারধর করেছে বলে তার পরিবার দাবি করেছে। এ ঘটনায় ৪ জানুয়ারি (শনিবার) রাতে চেয়ারম্যান ও তার ভাইসহ ছয়জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।