lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-21T15:06:29Z
তথ্য ও প্রযুক্তি

ঝিনাইগাতীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

Advertisement


 

মোঃ আরিফুল ইসলাম , শেরপুর জেলা  প্রতিনিধি :

 শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম বিজ্ঞান ও অলিম্পিয়াড এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্তরে এই মেলার উদ্বোধন করা হয়। 


জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সভাপতিত্ব ও উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। 


এসময় অন্যান্যদের মাঝে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, ঝিনাইগাতী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী সুশীল সমাজে নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। 


উক্ত মেলায় ঝিনাইগাতী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, আলহাজ্ব শফিউদ্দিন কলেজ, সরকারি আদর্শ মহাবিদ্যালয়, আহমদনগর উচ্চ বিদ্যালয়, মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়,  চেঙ্গুরিয়া আনসার আলী উচ্চ বিদ্যালয়,  বনগাঁও জনতা উচ্চ বিদ্যালয়, শালচুড়া উচ্চ বিদ্যালয়, রাংটিয়া উচ্চ বিদ্যালয়,ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় বিজ্ঞানে বিভিন্ন প্রযুক্তি নিয়ে স্টল সাজায়। 


বিকেলে বিজ্ঞানের সর্বোচ্চ প্রযুক্তি প্রদর্শনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা প্রশাসন।