lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-14T16:13:41Z
খেলাধুলা

গাইবান্ধায় জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে পলাশবাড়ী চ্যাম্পিয়ন

Advertisement


 


আশরাফুল ইসলাম, গাইবান্ধা ::

গাইবান্ধার শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। খেলায় পলাশবাড়ী উপজেলা পরিষদ একাদশ গাইবান্ধা সদর উপজেলা পরিষদ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।   

 

১৪ জানুয়ারি মঙ্গলবার অত্র স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন এবং  রানার্সআপ টিম অধিনায়কদ্বয়ের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। অন্যান্যদের মধ্যে জেলা পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মো. কামরুল হাসান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. আল-ইয়াসা রহমান তাপাদার, শহর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া খন্দকার হাফিজুর জিম,সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক,জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ছাড়াও জেলা প্রশাসন ও অন্যান্য উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও জেলা ক্রীড়া সংগঠক ছাড়াও সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন। 


ফাইনাল ম্যাচে পলাশবাড়ী উপজেলা পরিষদ একাদশ ও গাইবান্ধা সদর উপজেলা পরিষদ একাদশ টীম অংশগ্রহণ করে। এতে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পলাশবাড়ী উপজেলা পরিষদ একাদশ। শেষে পলাশবাড়ী উপজেলা পরিষদ একাদশ টিমকে চ্যাম্পিয়ন ঘোষণা করে টিমের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ।