Advertisement
মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
গত ১৫ বছরে দেশে মানুষ আর গণমাধ্যমের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, গত ১৫ বছর গণমাধ্যম কর্মীরা সাদাকে সাদা এবং কালো কে কালো বলতে পারেনি।
এর কারণ বাংলাদেশের গণমাধ্যম আস্থা সংকটে পড়েছিল। ফলে মানুষ আর গণমাধ্যমের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সাধারণ মানুষের গালি খাওয়ার তালিকায় এখন পুলিশ ও ডাক্তারদের পরে সাংবাদিকরা।
গতকাল সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার সহ সাংবাদিকদের অধিকার ও সুরক্ষার দাবিতে রংপুর বিভাগীয় সাংবাদিক সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন জুলাই বিপ্লবে ২ হাজার ছাত্র জনতা নিহত হয়েছে। এরমধ্যে ৫ জন সাংবাদিক নিহত হয়েছে। রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান খালেকের সভাপতিত্বে ও সরকার মাজারুল মান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিজে ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম, বিএফইউজের সহকারি মহা সচিব ডা. সাদিকুল ইসলাম স্বপন ও সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাসসের পরিচালনা পর্যদ সদস্য মমতাজ শিরিন ভরসা।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক আবু জাফর, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মহানগর পুলিশের সিটিএসবি প্রধান মাহাবুর রহমান, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা বিএনপি'র আহবায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আনিচুর রহমান কালু প্রমুখ।