lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-14T13:13:07Z
ব্রেকিং নিউজ

মাধবদীতে ঢাকা-সিলেট মহাসড়কের শিমুলতলা-পাঁচদোনা বাইপাস সড়ক নির্মান কাজ বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন

Advertisement


  

মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদীতে ঢাকা-সিলেট মহাসড়কের শিমুলতলা-পাঁচদোনা বাইপাস সড়ক নির্মান কাজ বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  আজ ১৪ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় মাধবদী আর্থ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে মাধবদীতে অবস্থিত সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাধবদী আর্থ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহা। বক্তব্য তিনি বলেন, ১৮৫০ সালে মাধবদী বাজার এবং ১৯৩৫ সালে শেখেরচর (বাবুরহাট) বাজার গড়ে ওঠে। ব্রহ্মপুত্র নদের তীর ঘেষে গড়ে ওঠা এ দুটো বাজার ইতোমধ্যে বাংলাদেশে ব্যাপক সমৃদ্ধি পেয়ে এ দুটো বাজারে সমস্ত বাংলাদেশের পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা এই রাস্তা দিয়ে চলাচল করে থাকে এবং কেনা-বেচার জন্য যাতায়াত করে। মাধবদী ও শেখেরচর (বাবুরহাট) বাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠানে নিয়োজিত রয়েছে প্রায় ১০ লক্ষাধিক শ্রমিক। ব্যবসা-বানিজ্য সমৃদ্ধির ফলে মাধবদী বাজারে রয়েছে প্রায় শতাধিক ব্যাংক, বীমা, এনজিও প্রতিষ্ঠান রয়েছে। প্রতি সপ্তাহে শেখেরচর (বাবুরহাট) বাজারে লেনদেন হয় ৫ হাজার কোটি টাকার অধিক আমরা এই এলাকা থেকে সর্বোচ্চ রাজস্ব দিয়ে থাকি। একটি কু-চক্রি মহল ঐতিহ্যবাহী মাধবদী ও শেখেরচর (বাবুরহাট) বাজারকে ধ্বংস করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য সরকারের একটি মহলকে ভুল তথ্য দিয়ে অধিক অর্থ ব্যয় করে কৃষি সমৃদ্ধি দেশের ৪ ফসলি (উর্বর ফসলি) জমি নষ্ট করে সরকারি তহবিলের তিন গুন অর্থ বেশি ব্যয় করার পায়তারা করছে। ফলে সরকার যেমন আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে, তেমনি মাধবদী ও শেখেরচর (বাবুরহাট) বাজার হারাবে তাদের দীর্ঘদিনের ঐতিহ্য। পুরাতন মহাসড়কের পাশে নতুন বাইপাস করতে যে পরিমাণ জমি প্রয়োজন সে পরিমান জমি হাইওয়ে রয়েছে। পূর্বের হাইওয়ে রোড দিয়ে নতুন করে নির্মাণ করলে সরকারের শত শত কোটি টাকা বেঁচে যাবে। তাই মাধবদী বাসীর দাবী শিমুলতলা থেকে পাঁচদোনা বাইপাস প্রকল্প বাতিল করে মাধবদী ও শেখেরচর (বাবুরহাট) হয়ে পাঁচদোনা মহাসড়ক প্রসস্ত করে মাধবদী ও শেখেরচর (বাবুরহাট) বাজার রক্ষা করা হইক। শিল্প সমৃদ্ধ নরসিংদী জেলার প্রাণ কেন্দ্র হলো মাধবদী ও শেখেরচর (বাবুরহাট) বাজার। সমস্ত বাংলাদেশসহ এশিয়ার সর্ববৃহৎ কাপড়ের চাহিদার প্রায় ৭৫ শতাংশ মাধবদী ও শেখেরচর অঞ্চল থেকে পূরণ করা হয়। এই শিল্পকে বাঁচাতে নতুন বাইপাস সড়কের কাজ বন্ধ করে পুরাতন মহাসড়ক প্রসস্ত করণের জোর দাবী জানাচ্ছি। এসময় আরো উপস্থিত ছিলেন আমরা মাধবদী বাসী সংগঠনের আহবায়ক আনোয়ার হোসেন আনু, সিনিয়র সহ সভাপতি সাদেক গাজী, আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শুভল কর, অর্থ সম্পাদক শাজাহান হোসেন নয়ন, কার্যকরী সদস্য দীলিপ ধর, সদস্য আমিনুল, আমিনুল ভূইয়া, আমির আলী, উপদেষ্টা গিয়াস উদ্দিন, যুগ্ম সম্পাদক কমল ধর, সদস্য শিবু সাহা, কেশব সাহা, নাঈম সরকার, জন্টু সাহা, তপন সাহা, সামসুল প্রমূখ।