lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-15T08:38:39Z
রাজনীতি

বিএনপির আইসিটি বিভাগের পাবনার দায়িত্ব পেলেন শাকিবুল হক

Advertisement


নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আইসিটি বিভাগের পাবনা জেলার দায়িত্ব পেলেন কেন্দ্রীয় প্রচার দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ শাকিবুল হক। 


বুধবার (১৫ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও বিএনপির আইসিটি বিভাগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ.কে এম ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে নিয়োগ দিয়েছেন।


বিএনপির দলীয় নেতাকর্মীদের বরাত দিয়ে জানা যায়, শাকিব দীর্ঘ ১২ বছর জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রানিত হয়ে দিন রাত কঠোর পরিশ্রম করেছেন। দলের দুঃসময়ে মিডিয়া হয়ে কাজ করেছেন। দলের সকল কর্মসূচি বাস্তবায়নে আইসিটি বিভাগে তার অসামান্য অবদান রয়েছে। আমরা তৃণমূল বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পাবনা জেলা প্রতিনিধি হওয়ার খবর পেয়ে আনন্দিত। 


এ বিষয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব জানান, দলের দুঃসময়ে শাকিবুল হক পাবনা জেলা প্রচার দলের মাধ্যমে মিডিয়া হয়ে দলীয় কর্মসূচি বাস্তবায়নে  অগ্রণী ভূমিকা পালন করেছে। 



এ বিষয়ে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার জানান, শাকিব পাবনা জেলা বিএনপি দুঃসময়ে সকল কর্মসূচি বাস্তবায়নে জীবনের তোয়াক্কা না করে কাজ করে গেছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে দলীয় ব্যানারে মিডিয়ায় ব্যাপক ভূমিকা গ্রহণ করেছে। 



এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সর্বকনিষ্ঠ সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমান নানান, ২৮ অক্টোবর পরবর্তী হরতাল অবরোধ ও স্বৈরাচার বিরোধী সকল আন্দোলন সংগ্রামে শাকিব দলের সাথে কাজ করে গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আস্থাশীল মোহাম্মদ সাকিবুল হক।



উল্লেখ্য, মোঃ শাকিবুল হক পাবনা জেলা প্রচার দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।