Advertisement
ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার :
মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির নব গঠিত আহবায়ক কমিটির পরিচিত সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ৮ টায় মৌলভীবাজার পৌরসভার হল রুমে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব বদরুল আলমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মারুফ আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, মুজিবুর রহমান মজনু, সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ ফয়সাল আহমেদ, সফিউর রহমান শফি, কাজল মাহমুদসহ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যবৃন্দ।
সভায় প্রধান অতিথি ফয়জুল করিম ময়ূন সদর উপজেলার সাংগঠনিক ১৩টি ইউনিয়নের ইউনিট গুলোতে দ্রুত সাংগঠনিক সভার মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির গঠন করার নির্দেশনা প্রদান করেন। এসব কমিটিতে বিগতদিনের আন্দোলন সংগ্রামে যারা রাজপথে অগ্রনী ভুমিকা রেখেছেন এবং সেসব ত্যাগী, সৎ ও মেধাবীদের খুঁজে আগামীর নেতৃত্বে নিয়ে আসার জন্য নেতৃবৃন্দর প্রতি আহবান জানান।
সভাশেষে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম।