Advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি:
নাগেশ্বরীর সাপখাওয়া দ্বি-মূখী দাখিল মাদ্রাসার একজন ল্যাব সহকারী নিয়োগ পরীক্ষার আগেই মোন্নাফ নামের এক প্রার্থী চূড়ান্ত হয়েছে বলে প্রতিষ্ঠানের সুপার জানান। নিয়োগ পরীক্ষা বন্ধ করে পুনরায় প্রকাশো নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ পরীক্ষার দাবি এলাকাবাসীর।
জানা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সাপখাওয়া দ্বি-মূখী দাখিল মাদ্রাসায় আগামীকাল (৩১জানুয়ারি ২০২৫খ্রিঃ) শুক্রবার একজন ল্যাব সহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগেই প্রতিষ্ঠানের সুপার ইউনুছ আলী সাপখাওয়ার মোন্নাফ আলী কে ল্যাব সহকারী নিয়োগ দেয়ার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে মোন্নাফের পিতা আব্দুল কাদের আলীর কাছে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এবং প্রতিষ্ঠানের সুপার ইউনুছ আলী উক্ত সত্যতা স্বীকারও করেন। সাপখাওয়া দ্বি-মূখী দাখিল মাদ্রাসার একজন ল্যাব সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি গত ২১নভেম্বর ২০২৪খ্রিঃ দেয়া হয়। যাতে ১২টি আবেদন জমা পড়ে। যার মধ্যে আব্দুল কাদের আলীর পুত্র মোন্নাফ আলী কে নিয়োগ দেয়ার অভিযোগ ওঠে। অতঃপর কর্তৃপক্ষ কে অবগত করা হলেও এখনো পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়নি।
এলাকার মাহেন্দ্র নাথ, হুজুর আলী, কবির হোসেনসহ অনেকে বলেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সুপার ইউনুছ আলী আগামীকাল শুক্রবার লোক দেখানো নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত দেখাবেন।
সাপখাওয়া দ্বি-মূখী দাখিল মাদ্রাসার সুপার ইউনুছ আলী ল্যাব সহকারী মোন্নাফ আলী নিয়োগ দেয়ার সত্যাতা স্বীকার করে বলেন, নিয়োগ পরীক্ষায় অনেক ব্যয়। ইতিমধ্যেই একটি গরু বিক্রি করেছি। ডিজির প্রতিনিধি ঈসমাইল হোসেন ও নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলামের সাথে কথা হয়েছে। আগামীকাল পরীক্ষা হবে।
নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম বলেন, তথ্য পেলে লেখেন। আমরা ব্যবস্থা নিবো।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ও ডিজির প্রতিনিধি ইসমাইল হোসেন বলেন, ব্যস্ত আছি এ বিষয়ে পরে কথা বলবো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসার সভাপতি সিব্বির আহমেদ বলেন, অভিযোগ পেলাম। শতভাগ সচ্ছতার সাথে পরীক্ষা নেয়া হবে।