lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-19T03:50:12Z
ব্রেকিং নিউজ

বাংলাদেশ যুব ইউনিয়ন কুষ্টিয়া জেলার অষ্টম সম্মেলন অনুষ্ঠিত

Advertisement


 

আব্দুল কাইয়ুম তমাল:

বাংলাদেশ যুব ইউনিয়ন কুষ্টিয়া জেলা কমিটির অষ্টম সম্মেলন ১৮ জানুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। জেলা কমিটির সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে জেলা শহরের চাঁদ সুলতানা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট মেম্বার যুব নেতা চৌধুরী জোসেন,  কেন্দ্রীয় কমিটির সদস্য আবু তোয়াব অপু,  সিপিবি কুষ্টিয়া জেলা সভাপতি কমরেড জিএম শহিদুল আলম দিপু, জেলা উদীচী সভাপতি এ্যাড. সোহেল সাইদ, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক ম. হেলাল, সিপিবি জেলা কমিটির সম্পাদক মন্ডলী সদস্য রফিকুল ইসলাম, কুষ্টিয়া জেলা যুব ইউনিয়নের সাবেক সভাপতি জিল্লুর রহমান জিন্নাহ, সাবেক ছাত্র নেতা জায়েদুল হক মতিন,  যুব ইউনিয়ন মিরপুর উপজেলা সভাপতি আতিয়ার রহমান, কুমারখালী উপজেলা সভাপতি রওশন জোয়ারদার,  জাতীয় পরিষদ সদস্য মিনা চৌধুরী ও সুজন বিপ্লব। অষ্টম জেলা সম্মেলনের উদ্বোধনী যুব সমাবেশটির সঞ্চালনা করেন সোহেল খন্দকার। 

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সকাল দশটায় বিদ্যালয়ের প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি কুষ্টিয়া জেলা সভাপতি কমরেড জিএম শহিদুল আলম দিপু। উদ্বোধক তার বক্তব্যে বলেন দেশ আজ একটি ক্রান্তিকাল অতিক্রান্ত করছে। ১৫ বছরের ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে যে যুবসমাজ আন্দোলন করেছিল তারাই আজ সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে। জাতীয় সংগীত, স্বাধীনতার মূলনীতি, সংবিধান, শিশুদের পাঠ্যপুস্তক এমনকি মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা আজ যেন সহজসাধ্য হয়ে উঠেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করে কাউকে তার হীন স্বার্থ বাস্তবায়ন করতে দেয়া হবে না। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে যুবনেতা চৌধুরী জোসেন বলেন, সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলন সহ দেশটা যতবার যেকোনো দুর্বিষহ পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন সেখানেই রুখে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠা কাল থেকেই এই সংগঠনটি যুব সমাজের অধিকার সুরক্ষায় ভ্যানগ্যার্ড হিসেবে কাজ করছে।  বর্তমানে যুব ইউনিয়ন দেশের যুবসমাজের পরিস্থিতি বিবেচনায় বেকারদের নিবন্ধন, ঘুষ ছাড়া চাকরি, নিয়োগের আবেদনে ব্যাংক ড্রাফ/ ফী প্রথা বাতিল, যুব কর্মসংস্থান খাতে বরাদ্দ বৃদ্ধি,  যুব কল্যাণমুখী জাতীয় যুব নীতি প্রণয়ন সহ সরকারের কাছে ৯ দফা দাবি উত্থাপন করেছে।


একই দিন কাউন্সিল অধিবেশনের মাধ্যমে সোহেল খন্দকার কে সভাপতি, নুরুন্নাহার বেগম রিক্তা কে সাধারণ সম্পাদক ও রওশন জোয়ারদার কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য  বিশিষ্ট যুব ইউনিয় কুষ্টিয়া জেলা কমিটি গঠিত হয়।