lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-08T03:35:05Z
মৃত্যুসড়ক দুর্ঘটনা

পঞ্চগড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী এনজিও কর্মী নিহত

Advertisement


 

মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় এনজিও মহিলা কর্মী নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় আরো ১৫ জন। ৭ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৫ঃ৩০ মিনিটের সময় তেঁতুলিয়া থেকে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তেঁতুলিয়া পঞ্চগড় পৌর শহরের  ইসলামী ব্যাংক সংলগ্ন স্থানে এসে এই দুর্ঘটনাটি ঘটে।



 জানা যায় তেঁতুলিয়া থেকে নুসাইবা পরিবহন বাসটি বেপরোয়া ভাবে পঞ্চগড় পৌর শহরে ঢুকে নিয়ন্ত্রণ সামলাতে না পেরে রাস্তার পাশে দাঁড়ানো এনজিও কর্মী কে পিষে দিয়ে চলে যায় এবং  পঞ্চগড় শেরেই বাংলা পার্ক সংলগ্ন স্থানে গিয়ে গাড়ি থামিয়ে চালক পালিয়ে যায়। 


পরে প্রশাসনের লোকজন নুসাইবা পরিবহন  বাসটি পুলিশ হেফাজতে রাখে। নিহত এনজিও কর্মীর নাম হোসনেয়ারা মালা (৩৭), তার স্বামী শামসুদৌহা তরুণ,  ঠিকানা পুরাতন পঞ্চগড় ধাক্কামারা এলাকায়। 


এছাড়াও বিভিন্ন এলাকার আরও ১৫ জন আহত হয়েছেন তাদের মধ্যে একজন আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 


পঞ্চগড় সদর থানার  তদন্ত কর্মকর্তা জানান, তেঁতুলিয়া  থেকে পঞ্চগড় গামী নুসাইবা পরিবহন টি মহাসড়ক ইসলামী ব্যাংক সংলগ্ন স্থানে এই সড়ক দুর্ঘটনা করে ড্রাইভার পালিয়ে যায় তবে ঘাতক বাসটির  আটক রয়েছে যার রেজিস্ট্রেশন নাম্বার  (ঢাকা মেট্রো -জ  ১১-১২৭৯)। 


 মৃত ব্যক্তির স্বামীর ছোট ভাই আওলাদ হোসেন জানান এ বিষয়ে আমরা মামলা করব যাতে করে এ ধরনের ড্রাইভারদের  শাস্তি হয়।