lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-20T11:11:20Z
সড়ক দুর্ঘটনা

পাবনায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত-২

Advertisement


 

নিজস্ব প্রতিবেদক:

পাবনার কাশিনাথপুরে মোটরসাইকেল ও ইঞ্জিন চালিত অটোর মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।সোমবার (২০ জানুয়ারি) দুপুরে  কাশিনাথপুর ফুলবাগান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী পাবনার আমিনপুর থানাধীন  বসন্তপুর গ্রামের মো: ইকবালের ছেলে মো: জামিল (২৫)। তবে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা অন্যজনের পরিচয় জানা যায় নি।


জানা যায়, ২০ জানুয়ারী সোমবার দুপুরে পাবনা জেলার আমিনপুর থানাধীন কাশিনাথপুর ফুলবাগান মোড়ে একটি ইঞ্জিনচালিত অটোর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলে থাকা ৩ জনের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাবনা সদর হাসপাতালে নেওয়ার সময় মোটরসাইকেল আরোহী মো: জামিল (২৫) নিহত হয়। নিহত অপরজন পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আহত তৃতীয় জন পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 


এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেন বলেন দুর্ঘটনা জড়িত ইঞ্জিনচালিত অটো জব্দ ও চালক কে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।