Advertisement
ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
২২ জানুয়ারী ২০২৫ ইং রোজ বুধবার সময় বিকাল ০৩ ঘটিকায় মশিদপুর সরিয়ালা দিঘির পাড়ে কমিটি গঠনের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাবুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে (৪৬/নওগাঁ ০১ পোরশা সাপাহার নিয়ামতপুর আসনের মনোনয়ন প্রত্যাশী) শাহ আহাম্মেদ মোজাম্মেল চৌধুরী সভাপতি, পোরশা উপজেলা বিএনপি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
আরও বক্তব্য রাখেন এ টি এম ফিরোজ দুলু সদস্য সচিব, জেলা কৃষক দল নওগাঁ। মোঃ সাদেকুল ইসলাম উপজেলা সাধারণ সম্পাদক । উপজেলা সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবুল হোসেন বাবু, মোঃ বশির শাহ , সাধারণ সম্পাদক ও জনাব মোঃ নুরুল ইসলাম মাষ্টার।,জনাব মোঃ মেহেদী হাসান বকুল আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান।আহবায়ক সদস্য,জিয়া সাইবার ফোর্স নওগাঁ মোঃ মিজানুর রহমান সহ স্থানীয় বিএনপি সকল নেতাকর্মী ও সমর্থকরা।