Advertisement
পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
পোরশা উপজেলার বিএনপি দলীয় অফিসে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ বিকেলে সারাইগাছির দলীয় অফিসে জিয়াউর রহমানের স্মৃতিচারণ উপলক্ষে পোরশা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাদিকুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শাহ আহমেদ মোজাম্মেল চৌধুরী। দলের বিভিন্ন নেতাকর্মী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
তারা বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা বিএনপি'র কোন দলীয় কর্মসূচি পালন করতে পারি নাই। তারা এ দলটিকে নিশ্চিহ্ন করতে নেতাকর্মীদের বিভিন্ন হুমকি ধামকি গুম জেল জুলুম নির্যাতন নিপন চালিয়ে গেছেন। আল্লাহর হুকুমে ৫অগাস্টে ২০২৪ সালে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে এবং ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। এখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে বিএনপি দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে এমনটাই বললেন তারা।
অনুষ্ঠানে ইউনিয়নের সকল বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক কর্মী সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। শহীদ প্রেসিডেন্টের রুহের মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।