Advertisement
নিজস্ব প্রতিবেদক:
সাঁথিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক শামসুর রহমান (ভিপি) কে সাময়িক বহিষ্কার করেছে পাবনা জেলা বিএনপি। ১২ জানুয়ারী (রবিবার) সন্ধায় পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার সাক্ষরিত দলীয় প্যাডে তাকে সাময়িক বহিষ্কার করে চিঠি প্রদান করেছে পাবনা জেলা বিএনপি।
দলীয় নেতৃত্বের প্রতি অসম্মান ও অশোভন আচরণ, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় কার্যক্রমকে বাধাগ্রস্ত করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পাবনা জেলা বিএনপি।
পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, ভিপি শামসুর রহমান দীর্ঘদিন যাবৎ দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসছিল। একাধিক অভিযোগের প্রেক্ষিতে তাকে বার বার সতর্ক করা হলেও তিনি ধারাবাহিক ভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক কার্যক্রম বাধাগ্রস্ত করে আসছিল। আমরা তাকে সাময়িক বহিষ্কার করেছি এবং স্থায়ী বহিস্কারের জন্য কেন্দ্রীয় কমিটির নিকট সুপারিশ পাঠানো হয়েছে।