lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-20T11:24:27Z
শীতবস্ত্র বিতরণ

শীতের উপহার ‘লেপ’ পেয়ে আনন্দে আপ্লুত চা শ্রমিকরা

Advertisement


 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

শীতে জবুথবু হয়ে চেয়ারে বসেছিলেন বয়োবৃদ্ধ শিলা নায়েক। এক সময় চা বাগানের শ্রমিক হিসেবে বাগানময় দাপিয়ে বেড়ালেও এখন বয়সের ভাড়ে নূজ্য, চলাফেরা খুব একটা করতে পারে না। বয়স জানতে চাইলে বললেন ৭০-৭২ এর কম হবে না। শীতবস্ত্র হিসেবে লেপ উপহার হিসেবে তার শরীরে জড়িয়ে দেবার পর উপহারটি পেয়ে কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, ‘জীবনে কোনোদিন কেউ মায়া কইরা ইলান (এভাবে) শৈলে (শরীরে) লেফ দিছে না (লেপ জড়িয়ে দেয়নি)। আজকে খুব খুশি লাগতাছে। বহুত দিন বাদে আরামে ঘুমাইতে পারমু।’ 

জীবন সায়াহ্নে তীব্র শীতে উষ্ণতার অবলম্বন লাল কাপড়ে মোড়ানো শীতকালীন সময়ের অতি প্রয়োজনীয় লেপ উপহার পেয়ে শিলা নায়েকের মতো কানন মনি খাড়িয়াও আবেগে আপ্লুত। মাঘের হাড় কাঁপানো শীতের দিনে নতুন লেপ পেয়ে সজল কর্মকার, অইলা তাঁতী, পান্ডু তংলা সকলেই আবেগ সংবরণ করতে পারেননি। কারো কারো চোখ থেকে গড়িয়ে পড়েছে আনন্দাশ্রæ। লেপ পেয়ে বাবুল পট্ট নায়েক বলেন, ‘চা বাগানের শ্রমিকদের কথা এভাবে কেউ ভাবে না। আজকে আমাদের জীবনে পূজোর আনন্দের অনুভূতি নিয়ে এসেছে। শীতের জন্য রাতভর কুঁঁকড়ে থাকতে হয়। এবারে একটু আরামে ঘুমাতে পারব।’

মিঠুন সাঁওতাল বলেন, ‘জীবনে প্রথমবারের মতো কেউ আমাদের শীতের লেপ দিল। খুব আনন্দ লাগছে। বয়স হয়েছে। তাই শীতও বেশি লাগে। কিন্তু লেপ কেনার সামর্থ নেই। যারা লেপ দিল তাদের ভগবান ভালো করুক।’

বাবুল মিয়া বলেন, ‘মাঘের শীতের রাতে খুব কষ্ট হয়। এই লেপ আমাদের জীবনের জন্য আর্শীবাদ।’

প্রতাপ গড় বলেন, ‘নতুন লেপ পেয়ে আমাদের খুব উপকার হলো। লেপের এর মানও খুব ভালো। আশপাশের অনেকে এ উপহার পেয়েছে।’

সুবল নায়েক বলেন, ‘চা বাগানের শ্রমিকদের জীবন আলাদা। আর বর্মাছড়া চা-বাগান শহর থেকে অনেক দুরে সীমান্তবর্তী হওয়ায় কোন ধরণের সহযোগিতা নিয়ে সাধারণত কেউ আসতে চায় না। আপনারা এতদুর কষ্ট করে এসে শীতের উপহার পৌছে দিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন ‘শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস)’ এর আন্তর্জাতিক শাখা বিআইএস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে শতাধিক চা শ্রমিক পরিবারের মধ্যে লেপ বিতরণের পর প্রাপ্তির আনন্দে এসব কথা বলেন জেলার শ্রীমঙ্গল উপজেলার ৭ নম্বর রাজঘাট ইউনিয়নের বর্মাছড়া চা-বাগানের শ্রমিকরা।

বাগানের নব নির্মিত সরকারি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জেলা বিশিষ্ট সংগঠক এম মুহিবুর রহমান মুহিব, মহাসচিব মিজানুর রহমান রাসেল, মৌলভীবাজার যায় যায় দিন ফ্র্রেন্ডস ফোরামের সদস্য সচিব শিমুল বোনার্জী, দীনেশ গোয়ালা, বিক্রম বৈদ্য, কামরান চৌধুরী, আহবাব আল হামিদী, শেখ মেহেদী হাসান, সাফওয়ান বক্স আসিফ, ফয়ছল আহমদ শাহী, আশরাফুল ইসলাম তানভীর, মনির উদ্দিন, নাহিদ হাসান, জাবেদ আহমদ, আব্দুল আহাদ, রেদোয়ান আহমদ ছামী, হাম্মাদ সাদী প্রমুখ। 

বিআইএস’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব বলেন, ‘বিআইএস ইন্টারন্যাশনাল চা বাগানের শ্রমিকদের মাঝে লেপ বিতরণ কার্যক্রম একটি প্রশংসনীয় উদ্যোগ। সমাজের অনেকে অসহায় ও হতদরিদ্রদের সহায়তায় এগিয়ে এলেও চা শ্রমিকদের কথা অনেকে ভুলে যান। যাদের সহযোগিতায় এবং অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠানটি সফল হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’