lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-30T17:13:40Z
স্বাস্থ্য

ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান

Advertisement


 


মোসাদ্দেকুর রহমান সাজু,ডোমার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পরিসংখ্যানবিদসহ ৬ জনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার ৩০শে জানুয়ারী সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।


স্বাস্থ্য সহকারী আনজারুল হক মিলনের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে,এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ কামরুল হাসান নোবেল, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আল-আমিন রহমান, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) সাদেকুজ্জামান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) হাবিবুর রহমান সিদ্দিকী, সিনিয়র স্টাফ নার্স (ইনচার্জ) আক্তার বানু, সিএইচসিপি জিয়াউর রহমান জিয়া, ভাণ্ডার রক্ষক কাজী আনোয়ার হোসেন প্রমুখ।

অবসরজনিত বিদায়ীরা হলেন, পরিসংখ্যানবিদ লায়লা ইয়াসমিন চৌধুরী, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) বিশ্বজিৎ কুমার মন্ডল, স্বাস্থ্য পরিদর্শক কামরুজ্জামান, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস, নিলুফা বেগম এবং কামরুন নাহার। 

 

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা ও কর্মচারীদের অবসরকালীন জীবনের মঙ্গল কামনা করেন অতিথিরা। এরপরে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বিদায়ীদের মাঝে সম্মাননা স্মারক হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়।