lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-25T14:08:40Z
মৃত্যু

বীর মুক্তিযোদ্ধা আছাবুদ্দৌলা চৌধুরী মুকুল আর নেই রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Advertisement


 

আকন্দ সোহাগ,মাদারগঞ্জ:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ নিবাসী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও জাসাসের সাবেক সভাপতি মোঃ রেজাবুদ্দৌলা চৌধুরীর বড় ভাই মাদারগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা  মোঃ আছাবুদ্দৌলা চৌধুরী মুকুল আর নেই। শনিবার ( ২৫ জানুয়ারী) রাত সাড়ে ৩টার সময় ঢাকার শীপ ইন্টারন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। শনিবার বাদ আসর নিজ গ্রাম চরপাকেরদহ সাখায়াত হোসেন চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করে পুলিশের একটি চৌকস দল। এসময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয়। পালন করা হয় ১ মিনিটের নীরবতা। এতে নেতৃত্ব দেন  উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ছায়েদা খানম লিজা। এসময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক সেকান্দর আলী। পরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের  পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। জানাযা পূর্ব সময়ে  স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ রেজাবুদ্দৌলা চৌধুরী,ভাগ্নে ও বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মাহবুবুর রহমান রিপন,ভাতিজা ও ঢাকা কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের কাষ্টমস্ বিষয়ক সম্পাদক বিএনপি নেতা চৌধুরী শফিউল আজম রাসেল,মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল,মাদারগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহা বুলবুল, চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ মজনু ফকির প্রমুখ। জানাযায় বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক হাজার মুসুল্লি অংশ নেয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।