lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-30T17:18:50Z
জাতীয়

স্বনির্ভর কৃষিবান্ধব দেশ গড়াই সরকারের লক্ষ্য - কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান

Advertisement


 



এম মনিরুজ্জামান, পাবনা :

স্বনির্ভর কৃষিবান্ধব দেশ গড়াই সরকারের লক্ষ্য, কৃষক বান্ধব কৃষি অর্থনীতি এটা আমাদের প্রেরণা। সরকারের সামর্থ অনুযায়ী সব চেষ্টা করবে,কি করলে সুজানগর তথা পাবনা বাসীর পেঁয়াজ চাষী ভাইদের সহযোগিতা করা যায়, সেই চিন্তাই করছে সরকার।

 নিত্য প্রয়োজনীয় পেঁয়াজ,পাবনার থেকে উৎপাদনের  বড় একটা অংশ সারাদেশের চাহিদা পূরণ করে। প্রায় ৩৩ শতাংশ পেঁয়াজ এখান থেকে উৎপন্ন হয়। তিনি আরো বলেন,সারা দেশ ঘুরে ঘুরে দেখছি, আমরা একটা খামারী অ্যাপস করবো,আগামী পঁচিশ বছরের জন্য। কৃষকের ফসলের যেকোনো সমস্যায় ছবি তুলে পাঠালেই,ঢাকা থেকে পরামর্শ দেওয়া হবে। কোন ধরণের পেঁয়াজ কি রকম হবে, শীতকালীন ও মুড়ি পেঁয়াজ কেমন হয় এগুলো আমরা সব হিসেব করে,সেই অনুযায়ী প্রণোদনা দেবো। খাদ্য ভান্ডার হিসেবে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। ইতিমধ্যে আমরা বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করতে বলেছি।সুজানগর উপজেলার পেঁয়াজ চাষীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, সুজানগর উপজেলার পেঁয়াজ চাষীদের সাথে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে পাবনার সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের পোড়াডাঙ্গা হাজী এজেম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে পেঁয়াজ চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন,কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। ঢাকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির মহাপরিচালক ছাইফুল আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক ড. জামাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ ও উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ।অনুষ্ঠান সঞ্চালনা করেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম।মতবিনিময় সভার পূর্বে আধুনিক প্রযুক্তি (এয়ার ফ্লো) এর মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ পদ্ধতি পরিদর্শন করেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।