lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-14T16:05:16Z
ব্রেকিং নিউজ

সাঁথিয়ায় বিএনপি নেতা বহিষ্কারের প্রতিবাদে পথসভা ও বিক্ষোভ মিছিল

Advertisement


  


সাঁথিয়া প্রতিনিধি :

পাবনার সাঁথিয়ায় অনৈতিক ভাবে বিনা নোটিশের বহিষ্কার আদেশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকাল ৪ টায় সাঁথিয়া সরকারি কলেজ মাঠে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, বেড়া সরকারি ডিগ্রী কলেজের ছাত্র সংসদের সাবেক প্রো ভিপি নাসিমুজ্জান সোহেল,সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সহ-সভাপতি রাফিকুল ইসলাম , উপজেলা বিএনপির সাবেক সহ-সহ-সভাপতি ফজলুর বারি সান্টু ও করমজা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মজনু সহ প্রমুখ। এ সময় নেতারা সাঁথিয়া উপজেলা বিএনপির সদ্য গঠিত আহ্বায়ক কমিটির অনিয়ম ও পকেট কমিটি আখ্যায়িত করে অনৈতিকভাবে বিনা নোটিশে ভিপি শামসুর রহমানকে বহিষ্কারের বিরুদ্ধে অভিযোগ তুলেন। পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব এ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার অর্থ বানিজ্যের মাধ্যমে সাঁথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করেছে বলেও দাবি করেন তারা। কমিটি বানিজ্য ও যোগ্যদের বাদ দিয়ে আখ্যায়িত পকেট কমিটি বাদ দিয়ে অনতিবিলম্বে নতুন আহ্বায়ক কমিটির ও দাবি করেন নেতারা। এ সময় সাঁথিয়া উপজেলা ও এর পাশ্ববর্তী বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিবাদ সমাবেশ শেষে সাঁথিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সাঁথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির পদ থেকে সদ্য অস্থায়ী বহিস্কৃত শামসুর রহমান (ভিপি)। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তাকে কোন পূর্ব নোটিশ না দিয়েই অনৈতিক ভাবে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি সুরহার জন্য দলের হাইকমান্ডের প্রতি সু-দৃষ্টিও কামনা করেন তিনি।