Advertisement
রেজাউল ইসলাম মাসুদ, স্টাফ রিপোর্টারঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ার লস্করা গ্রামে ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসূমে উফশী জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদের (সিনক্রোনাইজড কালটিভিশন) বাস্তবায়নে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ৫০ একর জমিতে বোরো ধানের চারা রোপণ ও শুভ উদ্বোধন অনুষ্ঠিত।
২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৪৪ জন কৃষক, ৫০ একর বা ১৫০ বিঘা জমিতে সমলয়ে বোরো ধান চাষ, ট্রেতে ধানের চারা উৎপাদন, চারা রোপন, সার প্রদান ও ধান কর্তন করে দেওয়া হবে যন্ত্রের মাধ্যমে।
বৃহস্পতিবার (২৩শে জানুয়ারি) দুপুর ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে এই চারা রোপণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
কৃষিবিদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপ-পরিচালক ঠাকুরগাঁও, সিরাজুল ইসলাম সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার, খাইরুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার কর্মকর্তা নসিরুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তা, গড়েয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মানু রাম বর্মন, ৭নং ইউপি সদস্য মজিবুর রহমান, সুবিধাভোগী কৃষক ও স্থানীয় কৃষক, সুধীজন। বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও।