Advertisement
ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার :
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, 'শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। ফেব্রুয়ারি মাসেও প্রচন্ড শীত থাকবে এ সময়ে শীতার্ত মানুষের শীত নিবারণে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি। তিনি বলেন, আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত।' তিনি মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে মৌলভীবাজার পৌর বিএনপির উদ্যোগে শহরের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচীর উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মৌলভীবাজার পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমশাদ আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সরওয়ার মজুমদার ইমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আহবায়ক জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব বদরুল আলম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, বকসী মিছবাউর রহমান, মুজিবুর রহমান মজনু, শ্যামলী সূত্র ধর, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য রেজা করিম প্রমূখ।
এম নাসের রহমান আরো বলেন, 'শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সেই কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে সমাজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ব্যক্তি প্রতিষ্ঠানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করার আহ্বান জানাই। সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা।'