lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-14T09:51:42Z
ব্রেকিং নিউজ

মাদারগঞ্জে বিএনপি নেতা মুক্তা চৌধুরীর বিরুদ্ধে গরু চুরির অপবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Advertisement


 

মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৬ নং আদারভিটা ইউনিয়ন বিএনপির  সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী মুক্তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে গরু চুরির অপবাদ দিয়ে মামলায় ফাঁসানোর প্রতিবাদে ও মামলা প্রত্যাহারসহ দলীয় পদ ফেরতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৪ জানুয়ারী বেলা ১১টায় আদারভিটা ইউনিয়ন সর্বস্তরের জনগনের ব্যানারে কয়ড়া বাজারের প্রধান সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আদারভিটা ইউনিয়ন শ্রমিকদলের আহ্বায়ক মাসুদ চৌধুরী,ইউনিয়ন বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক,জাহাঙ্গীর আলম,৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গদাই,ইউনিয়ন যুবদল নেতা মিষ্টার সর্দার,যুবদল নেতা বিপুল মিয়া,স্থানীয় রাসেল মিয়া, শিক্ষার্থী জয় রাজসহ অনেকে। বক্তারা বলেন,আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী মুক্তার জনপ্রিয়তা দেখে  পরিকল্পিতভাবে তাকে গরু চুরির অপবাদ দিয়ে তাকে হেয় করা হয়েছে। সেই সাথে  তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতারা ও বিএনপির পদবঞ্চিতরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে বক্তারা অভিযোগ করেন। তাই অবিলম্বে মুক্তা চৌধুরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও সেই সাথে তার দলীয় পদ ফেরতের দাবি জানানো হয়।  মানববন্ধনে সহস্রাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।