lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-08T03:49:33Z
খেলাধুলা

ডোমারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Advertisement


 

মোসাদ্দেকুর রহমান সাজু,ডোমার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং (বালক বালিকাদের) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 


উক্ত ফাইনাল খেলার চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বালক দলে ডোমার পৌরসভা এবং বালিকা দলে ভোগডাবুড়ী ইউনিয়ন।

মঙ্গলবার ৭ই জানুয়ারী সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টূর্নামেন্টের ফাইনাল খেলা  অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিষদ প্রশাসক নাজমুল আলম বিপিএএ।

বালক দলের ফাইনাল খেলায় যে দুটি দল একে অপরের প্রতিদ্বন্দ্বী করেন উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নের উত্তর চান্দখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম পৌরসভার শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলার ফলাফল পৌরসভার শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে কেতকীবাড়ী ইউনিয়নের উত্তর চান্দখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। পৌরসভার পক্ষে জয়সূচক গোল দুটি করেছেন রিশাদ ও মুন্না। গোল্ডকাপ টুর্নামেন্টে পৌরসভা দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রিশাদ।

অপরদিকে বালিকা দলের ফাইনালে চাম্পিয়ন হয়েছে উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের প্রামাণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,ছাত্র প্রতিনিধি,বিভিন্ন বিদ্যালয়ের প্রধান এবং  সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।পরিশেষে গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টে বিজয়ী দলগুলোর মাঝে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।