lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-01T03:21:56Z
সাহিত্য ও সাংস্কৃতি

ঈশ্বরদীতে নোঙর'র কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত

Advertisement


 


আলমগীর কবীর হৃদয়, পাবনা জেলা প্রতিনিধি :-

সাহিত্য সংগঠন ' নোঙর' এর আয়োজনে ৩০ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে স্বরচিত কবিতা পাঠ ও কবিতা আবৃত্তি নিয়ে ' নোঙর কবিতা সন্ধ্যা' অনুষ্ঠিত হয়েছে ।

কবি যুধিষ্ঠির কর্মকারের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক মাহাবুবুল হক দুদু'র সঞ্চালনায় অনুষ্ঠিত কবিতা সন্ধ্যায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, উত্তরণ পাবনা (সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক)  সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি,সাংবাদিক ও বাচিকশিল্পী আলমগীর কবীর  হ্নদয়, ঈশ্বরদী মহিলা অনার্স কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোসা: শাহিদা খাতুন,নোঙর' এর সমন্ময়কারি আতাউর রহমান পাতা, রুহুল আমিন, আতিক প্রমূখ। এ সময় কবিকন্ঠে স্বরচিত কবিতা আবৃত্তি করে উত্তরণ পাবনার সাহিত্য সম্পাদক কবি নীলিমা নীল, যুগ্ম সম্পাদক রুদ্র বিশ্বাস, সহ সাহিত্য সম্পাদক কবি সৈয়দা সোনিয়া খাতুন ,প্রচার সম্পাদক মিম ফয়সাল  'নোঙর' এর সদস্য কবি রোকশানা পারভীন,সেলিম আহমেদ, শাহনাজ পারভীন প্রমূখ। অনুষ্ঠানে ঈশ্বরদী বাজারের প্রবেশ মুখে অবস্থিত ভাষা সৈনিক  মাহাবুব আহমেদ খান স্মৃতি মঞ্চ ভেঙ্গে গণশৌচাগার নির্মাণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং ভাষার মাস ফেব্রুয়ারিতে উক্ত স্মৃতি মঞ্চ টি পুনরায় নির্মাণের দাবী জানানো হয়।  অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন, 'নোঙর ' এর মূখ্য সমন্ময়কারি সহকারী অধ্যাপক হাসানুজ্জামান।