lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-23T11:49:12Z
জাতীয়

শ্রীমঙ্গল শিশু উদ্যান ও পাবলিক লাইব্রেরি দখলমুক্ত এবং সংস্কারের দাবিতে বিশাল মানববন্ধন

Advertisement


 

মৌলভীবাজার প্রতিবেদক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ শিশু উদ্যান এবং পাবলিক লাইব্রেরি অবৈধ দখলমুক্ত ও সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কলেজ রোডস্থ শিশু উদ্যানের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দেড় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলার ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফুয়াদ ইসলাম, সমাজকর্মী ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তুহিন চৌধুরী, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার প্রতিবেদক ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মো. কাওছার ইকবাল, ৭১ টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, আবৃত্তিকার বিকাশ দাশ বাপ্পন, কবি জাবেদ ভুঁইয়া, জাতীয় নাগরিক কমিটি মৌলভীবাজারের প্রতিনিধি নিলয় রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শ্রীমঙ্গলের প্রতিনিধি মোজাহিদুল ইসলাম, ফারজানা নাজমিন নিশি, নৃত্যশিল্পী দ্বীপ দত্ত আকাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. দেলোয়ার হোসেন, মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী আফজাল হোসাইন, শিক্ষার্থী হোসাইন মোহাম্মদ আফজাল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ২০১২ সালে নিজের নামে কলেজ স্থাপন করে (উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজ) সম্পূর্ণ অনৈতিকভাবে শহরের কলেজ রোডস্থ ‘সাধারণ গ্রন্থাগার ও জনমিলন কেন্দ্রে’ কলেজের শ্রেণি কার্যক্রম শুরু করেন। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত গ্রন্থাগারে ছিল প্রায় ছয় হাজারের অধিক বই। এখানে বসে এক সময় শহরের শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষ বই পড়তেন। এটি দখলে নিয়ে আব্দুস শহীদ কলেজের কার্যক্রম শুরু করার পর থেকে গ্রন্থাগারের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ২০২০ সালে কলেজটি সাতগাঁও এলাকার মতিগঞ্জে স্থানান্তরের পরও গ্রন্থাগার কর্তৃপক্ষকে বুঝিয়ে না দিয়ে দখলে রেখেছে কলেজ কর্তৃপক্ষ। এখানের একটি বইও নেই। যা আব্দুস শহীদ কলেজ কর্তৃপক্ষ তসরূপ করেছে। এছাড়া গ্রন্থাগারের সাথে স্থানীয় শিশুপার্ক নামে জায়গায় টিনসেট ভবন নির্মাণ করে পার্কের কিছু জমিও দখলে নিয়েছিল তারা। বর্তমানে সেখানে পর হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে শ্রেষি কার্যক্রম চলমান রয়েছে।’ বক্তারা এসব সরকারি সম্পত্তি উদ্ধারপূর্বক সংস্কারের জন্য উপজেলা প্রশাসনকে ৪৮ ঘন্টার সময় বেধে দিয়ে বলেন, ‘এ সময়ের মধ্যে শ্রীমঙ্গল শিশু উদ্যান ও পাবলিক লাইব্রেরি অবৈধ দখলমুক্ত না করা হলে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।’

মানববন্ধনে শ্রীমঙ্গল উপজেলা ও মৌলভীবাজারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এবং শহরের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মানববন্ধনকারীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ৪৮ ঘন্টার আল্টিমেটাম সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।