lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-19T11:29:44Z
অন্য খবর

পঞ্চগড়ে গাছে গাছে ফুটেছে শিমুল- পলাশ ফুল

Advertisement


 

মোছাঃ আছমা আক্তার আখি,পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ে গাছে গাছে ফুটেছে শিমুল পলাশ, পাখিদের কিচিরমিচির সুরেলা গানে মুখরিত হয়ে উঠেছে শহর ও গ্রাম। 

পঞ্চগড়ের বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে তরুণ তরুণী ও ভ্রমর ভ্রমরা, এমনকি মৌমাছির দল গুণ-গুণ-গুণ গান গেয়ে ফুল থেকে মধু আহরণে যেমন ব্যস্ত সময় পার করছে ঠিক তরুণ তরুণীদের মনেও লেগেছে ফাগুনের দোলা।

এ বিষয়ে এক তরুণীর সঙ্গে কথা বললে সে বলে আমাদের বাংলাদেশ ছয় ঋতুর দেশ তবে সবচাইতে সেরা ঋতু বসন্ত কাল। প্রকৃতির শাখায় শাখায় নতুন কুড়ির মধ্য দিয়ে উঁকি দিয়েছে শিমুল পলাশ, গাছের তলে শুকনো পাতার মর্মরে সুর যেন কানে বাজে।

তাইতো ভালো লাগে ফাগুনের এই দিনের পরিবেশ, চারিদিকে আম জাম লিচু এর মুকূলে মৌ মৌ গন্ধে কি  এক অপরূপ শান্তি। এই প্রকৃতির পরিবেশ সৃষ্টি করেছেন মোদের সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন। কেননা প্রকৃতির এই সৌন্দর্য কোন মানবের সৃষ্টি করা সম্ভব নয়।