lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-12T13:56:20Z
সাহিত্য ও সাংস্কৃতি

ঈশ্বরদী'নোঙর'এর আয়োজনে দিনব্যাপী সাহিত্য যাত্রা অনুষ্ঠিত

Advertisement


 


আলমগীর কবীর হৃদয়, জেলা প্রতিনিধি:-

পাবনা ঈশ্বরদী'র সাহিত্য ও  গবেষণামূলক সংগঠন  'নোঙর' এর আয়োজনে গত মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি দিনব্যাপী সাহিত্য সফর কর্মসূচি পালিত হয়।

এ কর্মসূচি উপলক্ষে ঈশ্বরদী বাসটার্মিনাল থেকে একদল সাহিত্যকর্মী ও সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক মাহাবুবুল হক দুদু'র সঞ্চালনায় এবং বীরমুক্তিযোদ্ধা সিরাজ বিশ্বাস এর সাহিত্য সফরযাত্রার সূচনা বক্তব্যের মধ্যদিয়ে যাত্রা শুরু করে। শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ী পরিদর্শন শেষে একই চত্বরে স্বরচিত কবিতা পাঠের  আসর অনুষ্ঠিত হয় উক্ত আসরে পাবনার সাংস্কৃতিক সংগঠন  উত্তরণ পাবনা'র প্রতিষ্ঠাতা সভাপতি কবি গীতিকার ও বাচিকশিল্পী আলমগীর কবীর হ্নদয় এর সূচনা বক্তব্যের মধ্যদিয়ে কবিতা পাঠ ও আবৃত্তি শুরু হয়।

কবিতা আবৃত্তি করেন উত্তরণ পাবনার সাহিত্য সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী নীলিমা নীল,উপদেষ্টা শিক্ষাবিদ প্রফেসর আব্দুদ দাইন সরকার,প্রচার সম্পাদক কবি ও নৃত্যশিল্পী মীম ফয়সাল,নোঙর সদস্য কবি শাহানাজ পারভীন, নূরুল ইসলাম বাবুল, পরিতোষ পাল,ঈশিকা হাসান  প্রমূখ। এরপর রবীন্দ্র কুঠিবাড়ী থেকে রওনা দিয়ে প্রখ্যাত সুফী সাধক লালন সাঁইজী আখড়ায় কালীগঙ্গা নদীর তীরে অনুষ্ঠিত হয় লালনের জীবনী নিয়ে আলোচনা।

উক্ত আলোচনা অনুষ্ঠান সাহিত্যানুরাগী সাংবাদিক মাহাবুবুল হক দুদু'র সঞ্চালনায় এবং লালন গবেষক প্রফেসর সাজিদুল ইসলাম এর সভাপতিত্বে, সূচনা বক্তব্য রাখেন গড়াই নন্দিনী সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক শাহিদা পারভীন রেখা।সভায় লালন সাঈজির জীবনী নিয়ে আলোচনা করেন সিরাজ বিশ্বাস, সাঁথিয়া থিয়েটার সভাপতি অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার এবং উত্তরণ পাবনা'র প্রতিষ্ঠাতা সভাপতি কবি,সাংবাদিক,গীতিকার ও বাচিকশিল্পী আলমগীর কবীর হ্নদয়, ঈশ্বরদী মহিলা অনার্স কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান মোসা: শাহিদা খাতুন, ঈশ্বরদী সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সহ সভাপতি সানোয়ার রহমান সনু, কবি নাহিদ।

 বাউল শিল্পী চন্দন,কণ্ঠশিল্পী অরণী ও লালন শিল্পীরা গান শুনিয়ে সাহিত্যকর্মীদের মুগ্ধ করেন। পুরো সাহিত্যযাত্রা'র সমন্ময়কারী ছিলেন 'নোঙর' এর পুরোধা অধ্যাপক হাসানুজ্জামান।