lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-15T12:07:24Z
সাধারণ সভা

ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Advertisement


 


মোঃ আরিফুল ইসলাম , শেরপুর জেলা  প্রতিনিধি :  

"সমবায় অর্থায়নে একবিশ্ব গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১৫ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা কেন্দ্রীয় স্টেডিয়াম মাঠে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 


অত্র সমিতির চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং  সেক্রেটারি মো. জয়নাল আবেদিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। 


বিশেষ অতিথি ছিলেন, জেলা সমবায় কর্মকর্তা সাহাদত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মো. ছালেহ আহাম্মদ, জেলা সমবায় পরিদর্শক আলিমুল আজিম প্রমূখ।


উক্ত বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের আয়-ব্যায় রিপোর্ট পেশ এবং ২০২৫-২০২৬ আর্থিক বছরের সম্ভাব্য আয়-ব্যয় বাজেট পেশ ও অনুমোদন করা হয়। 


উক্ত বার্ষিক সাধারণ সভায় বোর্ডের সকল কর্মকর্তা,কর্মচারি, সমিতির সকল সদস্য সহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


আলোচনা সভা শেষে উপস্থিত সদস্যেদের মাঝে লটারির মাধ্যমে ১০১জন সদস্যকে পুরস্কার প্রদান করা হয়।