lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-08T09:46:53Z
সাংবাদিক নির্যাতন

সাংবাদিক মিরনের ওপর হামলার প্রতিবাদে গলাচিপায় মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি

Advertisement


 

মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাভিশন টেলিভিশনের কুয়াকাটা প্রতিনিধি সাংবাদিক জহিরুল ইসলাম মিরনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।


শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গলাচিপায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার শতাধিক সাংবাদিক এতে অংশ নেন।


গত ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে গুরুতর আহত অবস্থায় তার বাসার সামনে ফেলে রেখে যায়। বর্তমানে তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন। এই নির্মম হামলার প্রতিবাদে সাংবাদিকরা মানববন্ধনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


মানববন্ধনে বক্তব্য রাখেন—গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন আহম্মেদ, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি ও নয়াদিগন্তের গলাচিপা উপজেলা প্রতিনিধি মো. হারুন অর রশিদ, প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি সমিত কুমার দত্ত মলয়, বাংলাদেশ প্রতিদিনের গলাচিপা উপজেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মোহনা টেলিভিশনের গলাচিপা প্রতিনিধি মো. সোহাগ রহমান ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডা. মো. হাফিজ উল্লাহ, দৈনিক গণকন্ঠের গলাচিপা উপজেলা প্রতিনিধি মিঠুন পাল  প্রমুখ।


বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত হামলাকারীদের আইনের আওতায় না আনা হয়, তাহলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।


তারা আরও বলেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে দেশে সাংবাদিকদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সত্য প্রকাশের কারণে যদি সাংবাদিকরা নির্যাতিত হন, তবে জনগণের তথ্য জানার অধিকারও ক্ষুণ্ন হবে।