Advertisement
মোঃমাসুদ রানা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড়ে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে স্টেকহোল্ডার উদ্বুদ্ধকরণ ওয়ার্কশপ অনু্ষ্ঠিত হয়।
মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী সকালে মৎস্য অধিদপ্তর রামগড় এর আয়োজন ও হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়),মৎস্য অধিদপ্তর, চট্রগ্রাম এন সহযোগীতায় উপজেলা হল রুমে উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেনের সঞ্চালনায় জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ এর সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, উপপরিচালক, মৎস্য অধিদপ্তর, চট্রগ্রাম বিভাগ কুমিল্লা।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ মিজানুর রহমান, প্রকল্প পরিচালক, মৎস্য অধিদপ্তর, নাছির মাহমুদ গাজী, যুগ্ম পরিচালক, এনএসআই, খাগড়াছড়ি, মোহাম্মদ মঈন উদ্দীন, অফিসার্স ইনচার্জ, রামগড় থানা।
ওয়ার্কশপে আরো উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন, রামগড় সোনালী ব্যাংককের ব্যবস্থাপক সমীর নাথ, হালদা নদীর উৎসমুখ রক্ষা কমিটির সভাপতি ও রামগড় প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দীন লাভলু সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী, সামজিক,গন্যমান্য ব্যক্তি, মৎসচাষি, হালদা নদীর এলাকার মানুষ ও সাংবাদিকবৃন্দ।