lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-28T12:40:59Z
রাজনীতি

মেহেদী হাসান আহ্বায়ক এবং আলিফকে সদস্য সচিব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি অনুমোদন

Advertisement


 

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী সরকারি কলেজের ছাত্র সৈয়দ মেহেদী হাসান আশিককে আহবায়ক এবং আলিফ সিদ্দিকী প্রান্তরকে সদস্য সচিব করে নীলফামারী জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল।



বৃহস্পতিবার ২৭শে ফেব্রুয়ারী রাতে রুপায়ন ট্রেড সেন্টার, ১১৪ কাজী নজরুল ইসলাম সরণী, ঢাকা ১২০৫ কেন্দ্রীয় অফিস থেকে স্মারক নং- বৈছাআ/জে.ক/৫১ আলোকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল প্যাডে কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত ৩০০ সদস্য বিশিষ্ট নীলফামারী জেলা কমিটি আগামী ৩৬ মাসের সময় নির্ধারন করে অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটি।


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখা কমিটির যুগ্ম আহবায়করা হলেন নীলফামারী সরকারি কলেজের ছাত্র সাইদুরজ্জামান বাবু, রতন সরকার রত্ন, ডা.আহসান হাবিব সোহান, ডা.ইব্রাহিম ইবু, শাকিল প্রধান রংপুর সরকারি কলেজ, নেওয়াজ আল তেমিয়াত নিশান ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আহসান হাবিব রক্সি আইইউবিএটি, রকিবুল ইসলাম রকি, মীর মোহাম্মদ শমসের আলী নীলফামারী সরকারি কলেজ, রইসুল ইসলাম অম্লান মশিউর রহমান ডিগ্রি কলেজ, বোরহান আহমেদ ক্রিয়েটিভ ম্যাটস রংপুর,জারিম তাসনি মমিম্মা নীলফামারী, মাহির মোহাম্মদ মিলন দেবীগঞ্জ সরকারি কলেজ, প্রিতম কুমার রায় রংপুর আইন কলেজ, রোকোন ডোমার সরকারি কলেজ, শিরিন আক্তার ঢাকা নার্সিং কলেজ, সাইয়েদ গোলাম আযম নীলফামারী, আল আমিন ইসলাম নার্সিং এন্ড নিডওয়াইফরি কলেজ নীলফামারী, মুজাহিদ আলী শাহ এবং মোরশেদ আলম নীলফামারী সরকারি কলেজ।



যুগ্ম সদস্য সচিবরা হলেন, ডা.জান্নাতুল ফেরদৌস নীলফামারী মেডিকেল কলেজ, সাঈদ ইসলাম মশিউর রহমান কলেজ, সাজ্জাদ হোসেন সাব্বির রংপুর পলিটেকনিক কলেজ, জনি ইসলাম নীলফামারী সরকারি কলেজ, রেজাউল ইসলাম ডায়াবেটিস সমিতি নার্সিং ইনস্টিটিউট, রাফসান কবির গোমনাতি মহাবিদ্যালয়, জিয়াউল ইসলাম জিয়া নীলফামারী সরকারি কলেজ, ইশরাত জাহান নীলফামারী সরকারি কলেজ, রবিন ইসলাম রংপুর সরকারি পলিটেকনিক, জাফোর হোসেন জাকির নীলফামারী সরকারি কলেজ, মুবাসির রেজা নিলয় নীলফামারী সরকারি কলেজ, মোহাম্মদ ফেরদৌস আলী কারমাইকেল কলেজ, সোয়াইব ইসলাম নীলফামারী সরকারি কলেজ, জাহিদ হাসান জলঢাকা সরকারি কলেজ, অহেদুননবী লিটন নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ নীলফামারী, সৈয়দ আবু সালেহ শাহ ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি এন্ড সাইন্স, ইমরান শাহ মশিউর রহমান ডিগ্রি কলেজ, সেলিম উদ্দিন নীলফামারী সরকারি কলেজ, আরিফ রব্বানী সানাম সরকারি বাংলা কলেজ, আসাদুল্লাহ আলমগীর নীলফামারী সরকারি কলেজ, শাহেরিয়ার বসুনিয়া সানি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাহফুজ রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়, নিতাই মোরশেদ তুহাদ ঢাকা কলেজ, আব্দুল গফুর ঢাকা সিটি কলেজ, বখতিয়ার রানা মুঈজ ইমরান নীলফামারী সরকারি কলেজ,মুখ্য সংগঠক পদে রয়েছেন সাবাব তানজিম কারমাইকেল কলেজ।


সংগঠক পদে রয়েছেন আমিনুর ইসলাম আমিন মশিউর রহমান ডিগ্রি কলেজসহ আরও ৩২ জন।


মুখ্যপাত্র পদে রয়েছেন রাশেদুজ্জামান রাশেদ রংপুর কারমাইকেল কলেজ।


এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার আহবায়ক কমিটিতে সাধারণ সদস্য পদে রয়েছেন ১৮৫ জন।