Advertisement
মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এই মৌসুমে ৩২০ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। গড় ফলন ৬৫.৭২ মেট্রিক টন। মোট উৎপাদন ২১০৩০মেট্রিক টন। আখচাষী আনেয়ারুল ইসলাম, সাংবাদিকদের কে জানান, সেতাবগঞ্জ চিনি কলের ১৪একর/৩৮ বিঘা জমিতে তিন লক্ষ টাকার বিনিময়ে এক বছরের জন্য আখ চাষ করেছেন। গত বছরের ২০ডিসেম্বর থেকে আখের খেত থেকে আখ কাটা শুরু হয়। আখ খেতের মালিকের কাছ থেকে জনপ্রতি তিনশত টাকা পেয়ে থাকেন দিন হাজিরা খাটা শ্রমিকেরা। গত মৌসুমে প্রতি কুইন্টাল ছিল প্রায়৫০০ টাকা। কিন্তু এই মৌসুমে বেড়ে দাড়িয়েছে প্রায় ৬২০টাকা। এ ব্যাপারে জানতে চাইলে পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা
লায়লা আনজুমান বলেন,"আখ চাষাবাদে আখচাষীদের খরচ অন্য সময়ের চেয়ে বেশি হওয়ায় প্রতি কুইন্টালে টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে"।