lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-25T03:34:52Z
বই মেলা

রাজাপুর বইমেলায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Advertisement


 


আলমগীর কবীর হৃদয় (পাবনা) :-

নাটোরে বড়াইগ্রাম রাজাপুর হাটে একুশে গ্রন্থাগার এর আয়োজনে মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২৬ তম একুশে বইমেলা ২০২৫ গত ২১ ফেব্রুয়ারিতে শুরু হয়েছে চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি। রাজাপুর বইমেলার চতুর্থ দিন ২৪ ফেব্রুয়ারি সোমবার প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠিত বিকেল ৫ টা থেকে কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, আজকের বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিলো "শিক্ষা খাতে বাজেটের নূন্যতম ২৫% বরাদ্দ রাখতে হবে" বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কের পক্ষে অংশ গ্রহণ করেন ঈশ্বরদী মহিলা কলেজ এবং বিতর্কের বিপক্ষে অংশ গ্রহণ করেন ঈশ্বরদী সরকারি কলেজ। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর এর দায়িত্ব পালন করেন উত্তরণ পাবনার উপদেষ্টা শিক্ষাবিদ প্রফেসর আব্দুদ দাইন সরকার, বিচারক এর দায়িত্ব পালন করেন উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি গীতিকার সাংবাদিক ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয় এবং ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একুশে বইমেলা বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ হাসান খান বিপ্লব, ঈশ্বরদীর সাহিত্য সংগঠন নোঙর এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর হাসানুজ্জামান, ঈশ্বরদী মহিলা অনার্স কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান মোসা. শাহিদা খাতুন প্রমুখ। 

বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় ঈশ্বরদী সরকারি কলেজ এবং রানারআপ হয় ঈশ্বরদী মহিলা কলেজ শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় ঈশ্বরদী সরকারি কলেজের ছাত্র মোঃ রকি হোসেন। বিজয়ী দল ও রানারআপ দলের মধ্যে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় পুরস্কার হিসাবে।  

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একুশে বইমেলা ২০২৫ এর প্রকাশনা সম্পাদক মোঃ জান্নাতুল নাঈম।