lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-19T09:28:14Z
ব্রেকিং নিউজ

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক কমিটি গঠন:সভাপতি রিয়াজুল, সম্পাদক রবিন নির্বাচিত

Advertisement


 

মাদারগঞ্জ (জামালপু্র) প্রতিনিধি:

স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী ২ বছরের জন্য বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি পদে সিঙ্গাপুর প্রবাসী রিয়াজুল ইসলাম রুবেল ও সাধারণ সম্পাদক পদে দক্ষিণ কোরিয়া প্রবাসী এবাদুল ইসলাম রবিন ভোটে  নির্বাচিত হয়েছেন। গত শনিবার ( ১৫ ফেব্রয়ারী) বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে  ভোটগ্রহণ শুরু হয়ে চলে রাত ১০টা পর্যন্ত। ভোটাররা অনলাইনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ভোটগ্রহণের আয়োজন করেন সংগঠনটির অন্যতম উপদেষ্টা ইতালী প্রবাসী সবুজ আলী।  সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করেন ৩ জন প্রবাসী। মোট ৪৬ জন ভোটার সংখ্যার ভিতরে ভোট পড়ে ৪৫টি। এতে ২০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হোন দক্ষিণ কোরিয়া প্রবাসী এবাদুল ইসলাম রবিন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী সৌদিআরব প্রবাসী শিপন মিয়া পেয়েছেন ১৬ ভোট অপর আরেক প্রার্থী লাঞ্জু আকন্দ পেয়েছেন ৯ ভোট। এই সংগঠনটির সর্বশেষ সভাপতি ছিলেন কুয়েত প্রবাসী রকিবুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক ছিলেন সিঙ্গাপুর প্রবাসী শাহিদ রানা।