lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-28T14:33:41Z
ব্যবসা-বানিজ্য

নাভারণে সুজুকি শোরুমের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত

Advertisement


 


বেনাপোল  প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন আকিজ কলেজ এন্ড স্কুলের মাঠ প্রাঙ্গণে সুজিকি শোরুমের উদ্যোগে দিনব্যাপী বাইকারদের মোটরসাইকেল সার্ভিসিং, খেলাধুলা, মেডিকেল ক্যাম্প, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান   অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার ২৮শে ফেব্রুয়ারি সুজুকি সুমি মোটরসের আয়োজন এই সময় নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান রোকন ও সুমি মোটরসের স্বত্বাধিকারী রেজাউল ইসলাম লাল্টু উপস্থিত থেকে সুজিকি মোটরসাইকেলের সার্ভিসিং অনুষ্ঠান ফিতা কেটে উদ্বোধন  করেন।


এ সময়  উপস্থিত ছিলেন সুমি মোটরসের সেলস এক্সিকিউটিভের রাসেল ইসলাম, অ্যাকাউন্ট অ্যান্ড সেলসের ছাবিদ হোসেন, ম্যানেজার রফিকুল ইসলাম রনি, সিনিয়ার টেকনিশিয়ান নুর নবী, টেকনিশিয়াল সাওন, সিয়ামসহ সুমি মোটরসের সকল কর্মকর্তা কর্মচারী।