lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-10T08:11:34Z
আইন ও অপরাধ

বিদেশী পিস্তল সহ গ্রেফতার-১,ঠাকুরগাঁও জেলা পুলিশের সংবাদ সম্মেলন

Advertisement


 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে বিদেশী পিস্তল, ম্যাগাজিন সহ সোহেল রানা (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১০ ফেব্রুয়ারি সোমবার  সকালে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এ সম্মেলনের আয়োজন করে ঠাকুরগাঁও জেলা পুলিশ । তাকে ভোররাতে পৌর শহরের গোবিন্দনগর এলাকায় নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম বলেন, ১০ ফেব্রুয়ারি সোমবার ভোররাতে পৌরসভার গোবিনন্দনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় ঐ মহল্লার খোরশেদ আলমের ছেলে মো: সোহেল রানা (৩৩) এর বাড়ির তল্লাসীর সময়ে বিছানার নিচ থেকে একটি বিদেশী পিস্তল ম্যাগাজিন সহ উদ্ধার করে তাকে গ্রেফতার করে পুলিশ। সোহেল রানা ঠাকুরগাঁও সদর উপজেলার পল্লী বিদ্যুৎ বাজারে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং পরিচালনা করেন।  এ সময় ঠাকুরগাঁও জেলা পুলিশের উর্দ্ধতর কর্মকর্তাগণ ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

অন্যদিকে ঠাকুরগাঁও জেলা পুলিশের একটি বিশেষ টিম ঠাকুরগাঁও সদর উপজেলার পল্লী বিদ্যুৎ বাজারের মৎস্য খামার হতে ঢাকা মেট্রো মামলা নং-৫৫৩/২০১৭ সংক্রান্তে ১ বছর কারাদন্ড সহ ৩১ লাখ টাকা জরিমানা দন্ডে দন্ডিত আসামী গোলাম কিবরিয়াকে গ্রেফতার করে। সে হরিনারায়নপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। 

এছাড়াও গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন মামলায় ১৭ জনকে গ্রেফতার সহ সদর থানা ২টি, পীরগঞ্জ থানা ৪টি, হরিপুর থানা ১টি, ভুল্লী থানা ১টি সহ সর্বমোট ৮টি গ্রেফতারী পরোয়ারা মূলে আসামী গ্রেফতার পূর্বক নিস্পত্তি করা হয়। ঠাকুরগাঁও জেলার সকল অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান, পুলিশ সুপার ।