Advertisement
আতাইকুলা সংবাদদাতা: আমরা সকল অসহায় মানবজাতির মুখের হাসিকে ভালবাসি এই প্রতিপাদ্য নিয়ে উৎসব মুখর পরিবেশে ম্যানকাইন ডেভেলপমেন্ট ইউথ অর্গানাইজেশনের ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নিবন্ধন উৎসব এবং মেধা অম্বেষণ কুইজ প্রতিযোগিতার পালিত হয়েছে।
আতাইকুলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ও আতাইকুলা বাজার প্রখর রুপটপে সারাদিন ব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আতাইকুল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সকালে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির তিনশঁত শিক্ষার্থীদের সাধারণ জ্ঞানের মেধা অম্বেষণ কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয় ও পুরস্কার বিতরণ করা হয় এবং বিকেলে ম্যানকাইন্ড সদস্য ও বরেণ্য ব্যক্তিত্বদের সম্মান প্রদান করা হয়।
২০১৮ সালে পাবনা জেলার আতাইকুলা থানার আতাইকুলের উচ্চ বিদ্যালয়ের কয়েকটি ব্যাচের শিক্ষার্থীদের হাতে প্রতিষ্ঠিত সংগঠনটি শিক্ষার্থীদের কল্যাণ এবং সামাজিক কল্যানমূলক কাজের মাধ্যমে ইতোমধ্যে সমাজে ব্যপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে।
আজকের অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন শরিফুল ইসলাম সৌরভ ও রোদেলা রহমান এবং সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মোঃ মিঠুন শেখ মিঠু।
ম্যানকাইন্ডের সভাপতি জনাব,মোঃ মিঠুন শেখ মিঠু বলেন, আমরা সকল অসহায় মানুষের মুখে হাসিকে ভালবাসি আমাদের সংগঠন টি প্রতিষ্ঠা পর থেকেই মেধা অম্বেষণ কুইজ প্রতিযোগিতা,বাল্য বিবাহ প্রতিরোধ,ঈদ সামগ্রি বিতরণ, বন্যা সামগ্রি বিতরণ,রক্তদান,শিক্ষা সামগ্রি বিতরণ,শীত বস্ত্র বিতরণ,হত দরিদ্র পরিবারের দায়িত্ব, অসহায় মেয়ের বিয়ের জন্য সহযোগীতা,অসহায় মানুষকে কর্ম সংস্থান করে দেওয়া সহ নানান সামাজিক কার্যক্রম করে আসছে।
অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহিদুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার সাঁথিয়া,পাবনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ গোলাম সরোয়ার যুব উন্নয়ন অফিসার,সাঁথিয়া,পাবনা।
আরো অনেকেয় উপস্থিত ছিলেন, মোঃ হাফিজুর রহমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাইকুলা উচ্চ বিদ্যালয়,সিনিয়র শিক্ষক আশরাফুল আলম,সাখাওয়াত হোসেন বাবু,আতাইকুলা উচ্চ বিদ্যালয়,আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক,শিক্ষিকাগণ,অভিভাবক,সংগঠনটি সেচ্ছাসেবী,সাংবাদিক,গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।