Advertisement
ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিদর্শন করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত বিচারপতি এ. কে. এম আব্দুল হাকিম। বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারি) দুপুরে তিনি শ্রীমঙ্গল উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের রূপসপুর এলাকায় অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিদর্শন করেন।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত বিচারপতি এ. কে. এম আব্দুল হাকিমকে সেবা ফাউন্ডেশন ঘুরে দেখান ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব ও পরিচালক সজল দেব। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের প্রাণী সেবার মান ও কার্যক্রম দেখে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সন্তোষ প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।