lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-21T11:12:57Z
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আমতলীতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন

Advertisement


 


বরগুনা প্রতিনিধি:

আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসুচীর মধ্য ছিল শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, প্রভাতফেরী, হাতের লেখা, রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা। 


শুক্রবার রাত ১২ টা ১ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের নেতৃত্বে সকল কর্মকর্তা আমতলী ডিগ্রী কলেজ প্রাঙ্গণের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেছেন। এ সময় আমতলী সাংবাদিক ইউনিয়ন, প্রেসক্লাবসহ বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক -সাংস্কৃতিক সংগঠনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়। শনিবার প্রভাতে প্রভাত ফেরী বের করা হয়। প্রভাত ফেরি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ তারেক হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ রাসেল, ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ, উপজেলা শিক্ষা অফিসার সফিউল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হোসাইন, আমতলী পৌর জামায়াতের আমিন মোঃ নিজাম উদ্দিন,আমতলী প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, প্রধান শিক্ষক আনোয়ারুল কবির ও বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র প্রতিনিধি ফাতিমা তুজ জোহরা মৈতি প্রমুখ।