lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-24T04:00:40Z
সাধারণ সভা

শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Advertisement


 


মোসাদ্দেকুর রহমান সাজু,ডোমার নীলফামারী প্রতিনিধিঃ ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলার ঐতিহ্যবাহী অরাজনৈতিক এবং সামাজিক সংগঠন শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের বার্ষিক সাধারণ সভা-২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২২শে ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় পাঠাগারের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার মিলনায়তনে সভাপতি এবং সাবেক মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।

 

এসময় বক্তব্য রাখেন- শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, সহ-সভাপতি মোজাফফর আলী, আখতারুজ্জামান সুমন, শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনে সাধারণ সম্পাদক আনজারুল হক, সহ-সাধারণ সম্পাদক রওশন রশীদ,অর্থ সম্পাদক শেখর চন্দ্র সাহা, গ্রন্থাগার সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদে পৌর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন, ক্রীড়া সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, আজীবন সদস্য ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল আলম,চিকনমাটি ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম মানিক প্রমুখ।

 

সভায় পাঠাগারের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ,আজীবন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় পাঠাগারের সার্বিক উন্নয়ন সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া প্রয়াত সকল সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

উল্লেখ্য যে, শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগারটি   ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি সুনামের সাথে তার  কার্যক্রম পরিচালনা করছে। জ্ঞানের পরিধি বৃদ্ধি সহ বই পড়ে আলোকিত হওয়ার লক্ষ্যে পরিচালিত পাঠাগারটি রংপুর বিভাগে সাহিত্যে শ্রেষ্ঠ পুরষ্কার অর্জন করে। পাঠাগারে মোট ৩শত ৪৭জন আজীবন সদস্য রয়েছেন।