lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-21T16:04:20Z
আইন ও অপরাধ

ঢাকার আশুলিয়ায় ডেভিল হান্ট অভিযানে আটক ১১

Advertisement


 

 

আলী রেজা রাজু:সাভারের আশুলিয়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।


শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ নূর আলম সিদ্দিক।


এর আগে বৃহস্পতিবার আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার আসামি।


গ্রেপ্তারকৃতরা হলেন- জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার আকন্দপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে ইয়াসিন (৩০), গাইবান্দা জেলার পলাশবাড়ী থানার গুর্জ বিষ্ণুপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে ওমর ফারুক ওরফে হাসান (৩৪), বাগেরহাট জেলার চিতলমারী থানার শ্যামপাড়া গ্রামের মৃত লিয়াকত আলী খানের ছেলে বাদল খান (২৮), মাগুরা জেলার সদর থানার ভাটপাড়া গ্রামের সরোয়ার বিশ্বাসের ছেলে রুবেল হোসেন (২৬), নওগাঁ জেলার পুর্শা থানার কলোনি এলাকার মৃত হযরত আলীর ছেলে হাবিল (২৫), আশুলিয়ার চাকলগ্রাম পশ্চিমপাড়া এলাকার নূর ইসলামের ছেলে মিলন মাহমুদ (৩২), একই থানার জিরাবো পূর্বপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে জাহিদ হাসান (৩৫), হাজী জিল্লুর রহমানের ছেলে জামাল হোসেন (৩০), জামগড়া এলাকার মোফাজ্জল মোল্লার ছেলে কাউসার মোল্লা (৩৪) ও ভাদাইল পূর্বপাড়া এলাকার আসাদ মিয়ার ছেলে জাকারিয়া (২১) এবং সাভারের রেডিও কলোনী উত্তর জামসিং এলাকার তাঁরা ইসলামের ছেলে স্বাধীন ইসলাম রিপন (২৩)।


পুলিশ জানায়, সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টের অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিনে ও রাতে আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 


এ সময় বিভিন্ন মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়। যারা চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।


আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আলম সিদ্দিক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আজ সকালে আদালতে পাঠানো হয়েছে। আগামিতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।