Advertisement
নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ কামাল'কে গ্রেপ্তার করেছে পুলিশ।
১১ ই ফেব্রুয়ারী (মঙ্গলবার) সন্ধা সাড়ে ৬টার দিকে মহেশখালী থানার ওসি কাইছার হামিদ এর নির্দেশে থানার এসআই ফরাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ দৈলারপাড়া নিজ বাড়ি তাকে গ্রেপ্তার করেন। মহেশখালী থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চেয়ারম্যান শেখ কামাল জুলাই-আগস্ট গণআন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের ধারায় কক্সবাজারে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বন আইনেও মামলা রয়েছে বলে জানা যাচ্ছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার হামিদ বলেন, ‘শেখ কামাল'কে গ্রেপ্তারে আমরা কয়েক দফা অভিযান চালিয়েছি। কিন্তু তিনি টের পেয়ে পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অবশেষে হাতেনাতে পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।