lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-25T15:22:57Z
আইন ও আদালত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আদালতের নিষেধাজ্ঞা

Advertisement


  


মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: 

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আদালতের নিষেধাজ্ঞায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সহকারী জজ আদালত রাণীশংকৈল উপজেলায় নির্ধারিত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে নিষেধাজ্ঞা প্রদান করেন। 

জানা যায়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (রেজি.নং-১৮০৮/৭৫) এর রানীশংকৈল উপজেলা শাখার এডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ৫ ফেব্রুয়ারি রাণীশংকৈল উপজেলায় প্রাথমিক শিক্ষকদের নির্বাচনের তফসীল ঘোষণা করে। তফসীলে ঠাকুরগাঁও জেলা কমিটির সুপারিশ এবং এডহক কমিটির সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়। আগামি ২৬ ফেব্রুয়ারি বুধবার উপজেলার ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ওই নির্বাচন অনুষ্ঠান হবার কথা ছিল।  মামলা সূত্রে জানা যায়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (রেজি.নং-১৮০৮/৭৫) একটি ভুয়া, ভিত্তিহীন এবং নামসর্বস্ব শিক্ষক সমিতি। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে সংগঠন পরিচালনার কোন এখতিয়ার এ সংগঠনটির নেই। সুপ্রীম কোর্টের আপীল বিভাগে এ সংগঠনটির রেজিস্ট্রেশন নম্বর ভুয়া প্রমাণিত হয়েছে অনেক আগেই যা বিএলসি-১৩ (এডি) ২০০৮ এর ১৩৮ হতে ১৪০ পৃষ্ঠায় কোড করা রয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ আপীল আদালতের ৯৫৮/০৫ লীভ টু আপীলের আদেশ অমান্য করে বিধি বহির্ভূতভাবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলার কিছু কুচক্রী ও স্বার্থান্বেষী শিক্ষক রানীশংকৈল উপজেলা শাখায় নির্বাচনের লক্ষে একটি তফসীল ঘোষনা করে। নির্বাচনী তফসীলের বিষয়টি স্থানীয় ভাবে প্রকাশিত হলে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মো. শহীদুল্লাহ্ ও সাধারণ সম্পাদক ইমাম গাজ্জালী মাসুম বাদী হয়ে গত ২৩ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও এর রাণীশংকৈল সহকারী জজ আদালতে ঐ নির্বাচনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সহ ঘোষণামূলক ডিক্রীর আবেদনে মামলা করেন। মামলা নং-৩৪/২৫। ঐ দিনে পরবর্তীতে মামলাটি শুনানীর জন্য পীরগঞ্জ সহকারী-জজ আদালতে স্থানান্তর করা হলে পীরগঞ্জ সহকারী জজ আদালতে মামলাটি শুনানী শেষে নির্বাচন পরিচালনার সাথে জড়িত ৬জন শিক্ষকের বিরুদ্ধে ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির হয়ে জবাব দাখিলের আদেশ প্রদান করেন। কিন্তু ২৪ ঘন্টা অতিক্রান্ত হলেও উক্ত শিক্ষক বৃন্দ আদালতে হাজির হয়ে কোন জবাব দাখিল করেন নি।  ২৫ ফেব্রুয়ারি পুনরায় মামলাটি আদালতে উঠলে পীরগঞ্জ সহকারি জজ আদালতের বিচারক শুনানী শেষে রানীশংকৈল উপজেলায় আগামি ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের উপর নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। নিষেধাজ্ঞায় রাণীশংকৈল উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষে নির্বাচন পরিচালনার প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক প্রধান শিক্ষক গোপেন্দ্র নাথ বর্ম্মন, সহকারী নির্বাচন কমিশনার আব্দুল লতিফ, আব্দুল হাকিম এবং ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমেনা খাতুন, সহকারী শিক্ষক দিলারা বেগম ও কামরুজ্জামানকে নির্বাচনী কোন কার্যক্রম পরিচালনা না করা কিংবা পরিচালনা করার জন্য কোন পদক্ষেপ গ্রহণ না করার নিষেধাজ্ঞা প্রদান করেন। বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ঠাকুরগাঁও জেলার শাখার সভাপতি শহীদুল্লাহ্ জানান, এই স্বার্থান্বেষী ও কুচক্রী শিক্ষক বৃন্দ বিগত সরকারের আমলে তাদেরকে সরকারের স্ব-পক্ষের শক্তি দাবী করে নিরীহ শিক্ষকদের উপর সরকারের প্রভাব খাটিয়ে নানা ভাবে হয়রানী করে ফায়দা লুটেছে। 

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার গোপেন্দ্র নাথ বর্ম্মনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির  জেলা শাখার নির্দেশে ঐ দায়িত্বে নিযুক্ত হই কিন্তু এ সংগঠনের রেজিস্ট্রেশন নম্বরটি ভুয়া- আমি জানতাম না। আদালতের নিষেধাজ্ঞার আদেশ পেয়েছি। আদালতের আদেশ উপেক্ষা করে এ নির্বাচনে দায়িত্ব পালন করা আর সম্ভব নয়।