Advertisement
নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুরে মালচিং পদ্ধতিতে উচ্চ মুল্য ফসল (শসা) চাষ প্রদর্শনীর মাঠ দিবস পালন করা হয়েছে।
রোববার ( ২৩ ফেব্রুয়ারি) লালপুর উপজেলার লালপুর চরে ২০২৪-২৫ অর্থ বছরে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত মালচিং পদ্ধতিতে উচ্চ মুল্য ফসল (শসা) প্রদর্শনীর মাঠ দিবস পালন করা হয়েছে। কৃষক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেহেদী জাহান, সুব্রত কুমার সরকার , উপ সহকারী কৃষি অফিসার হাসিবুল ইসলাম , আব্দুল মালেক বিশ্বাস প্রমুখ।