lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-02T02:02:57Z
জাতীয়

ঘন কুয়াশায় আরিচা -কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Advertisement


 


আলমগীর হুসাইন অর্থ:

ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ কারণে  দীর্ঘ সময় ঘাট এলাকায় আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন পারাপারের জন্য অপেক্ষায় থাকা যানবাহন চালক ও সংশ্লিষ্টরা।



বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। আর এতে নৌপথের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। রাত সাড়ে ১০টা থেকে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়।


বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ম্যানেজার আব্দুস সালাম জানান, কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে আরিচা ও পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার তীব্রতা কমে গেলে পুনরায় দুটি নৌপথেই ফেরি চলাচল শুরু হবে।