Advertisement
এম মনিরুজ্জামান, পাবনা: সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মামলায় ১১জনকে গ্রেফতার করেছে সুজানগর থানা পুলিশ। সোমবার রাতে পাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের মথুরাপুর ও নারায়নপুর সহ ঐ এলাকায় অভিযান চালিয়ে ১১জনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত সবাই আওয়ামী লীগের সমর্থক এবং নেতাকর্মী। এ ব্যাপারে সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি ) গোলাম মোস্তফা জানান, গত রোববার বিকেল ৫ ঘটিকার দিকে পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ছিলেন আব্দুল ওহাব। গোপন সংবাদের ভিত্তিতে মথুরাপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন মসজিদ থেকে আসরের নামাজ আদায় শেষে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনাকে কেন্দ্র করে মথুরাপুর গ্রামের আওয়ামী সমর্থক নারী-পুরুষ এসে পুলিশের কাছ থেকে আব্দুল ওহাবকে ছিনিয়ে নেয়।এ সময় পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হলে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় এসআই আজাহার আলী বাদী হয়ে আব্দুল ওহাব সহ ৬৫ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে। রোববার রাতে যৌথ বাহিনীর অভিযানে আব্দুল ওহাবের ভাই বউ শিউলী খাতুন সহ ১১ জন আসামীকে গ্রেফতার করে।