lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-17T16:04:02Z
ব্রেকিং নিউজ

তিস্তা নদীর পারে জনতার সমাবেশ

Advertisement


 


আশরাফুল ইসলাম, গাইবান্ধা ::

জাগো বাহে তিস্তা বাঁচাই এই শ্লোগানকে সামনে রেখে ১৭ ও ১৮ ফেব্রুয়ারী লাগাতার কর্মসূচীর অংশ হিসাবে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর তিস্তা সেতু এলাকার জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের আয়োজনে ১৭ ফেব্রুয়ারী সোমবার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর তিস্তা সেতু এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


তিস্তা নদীর পানির নায্য হিস্যা ও তিস্তা মেঘা প্রকল্প বাস্তবায়নের দাবীতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের সম্বনয়ক ও গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিক এর সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।  


এতে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক  আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী, জেলা বিএনপির সহ  সভাপতি আলহাজ্ব মোজাহারুল ইসলাম,  সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বাবুল আহমেদসহ অন্যান্যরা । শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও এ বিষয়ে আগামিকাল মঙ্গলবার বিএনপির চেয়ারম্যার তারেক রহমান সমাপনী বক্তাব্য দিবেন।


প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু  বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে তিস্তা পাড়ের মানুষের দাবি বাস্তবায়ন করা হবে। তিনি আরো বলেন, ভারত কখনো বাংলাদেশের বন্ধু ছিল না। নদীর পানি বন্ধ করে তারা বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার চক্রান্ত করছে। বিএনপি আগামীতে ক্ষমতায় আসলেই অগ্রাধিকার ভিত্তিতে এ অঞ্চলে তিস্তা প্রকল্প বাস্তবায়ন সহ সার্বিক  উন্নয়ন করবে।